কবিতাঃ-হে পৃথিবী ঈশ্বর
✍️ মনোজ ভৌমিক


রুদ্ররূপী দেব তুমি সুন্দর স্বরূপ,
তোমারে হেরিয়া চিত্তে শান্তি অপরূপ।
পৃথিবীর স্বামী তুমি অর্ধনারীশ্বর,
তুমি সৃষ্টি,তুমি স্থিতি,ধ্বংস ঈশ্বর।
পর্বত শিখরে বাস তুমি মহাযোগী,
সর্বদেবেশ্বর তুমি নও মহাভোগী।
নিরাসক্ত মন তব বিল্বপত্রে তুষ্ট,
সর্বজ্ঞানী তুমি দেব তুমি সর্বশ্রেষ্ঠ।


কলুষিত আজ এই মর্তের বাতাস,
মৃত্যু শোকে জীবকূল করে হাহুতাশ।
হে নীলকণ্ঠ ঈশ্বর এসো ত্বরা করি,
বাঁচাও বিশ্ব ব্রহ্মাণ্ড কন্ঠে বিষ ধরি।
শ্রাবণ প্রথম সোমে তোমার আহ্বান,
স্বয়ম্ভূ ঈশ্বর তুমি রক্ষ সবি প্রাণ।