কবিতাঃ- হে বীরসিংহের সিংহশিশু
✍️ মনোজ ভৌমিক


দূরত্ব মাপতে মাপতে কখন যে ১২ই আশ্বিন হারিয়ে
এসেছে ২৬শে সেপ্টেম্বর,
পরিমাপ করা আজও সম্ভব হয়নি!
দূরত্ব পরিমাপের যন্ত্রগুলোও
আজকাল সংখ্যায় অনেক বেশি,
তাই কোন যন্ত্র কোথায় ব্যবহার করা উচিত
তাও বুঝে উঠতে পারি না।


তাই বুঝি,বর্ণপরিচয়ের প্রতিটি বর্ণের সাথেও
আজ ভাবনার দূরত্ব অনেকখানি!
ওখানে উচ্চারণগত ভাবের দূরত্ব মাপতে গেলে
পেতে হয় বড়ই হয়রানি!


তোমার সেই "মা" শব্দের মধ্যেও
আজ দেখি বিস্তর ব্যবধান!
শব্দটা ভাঙতে ভাঙতে আজ কেবলই জন্মের অভিধান।
বিধবারা আজ আর সে কান্না কাঁদে না!
কারণ সামাজিক দূরত্বটা তোমার
শিক্ষাদর্শ ঘুচিয়ে দিয়েছে।


এখন কু-শিক্ষা ও কু-সংস্কার নিপাতনে সিদ্ধ হলেও
ঊর্দ্ধতন শিক্ষার ব্যভিচার
সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত!
এখন যখন পরিমাপ করার যন্ত্রটা খুঁজছি  
তখন আন্তরিকতা,নৈতিকতা আর মানবতা
শব্দ তিনটি যেন বিবিধ ব্যাকহোল ছুঁয়েছে!


চারিদিকে আজ সুশিক্ষার সিংহ নিনাদ ....


তোমার মর্মর মূর্তি ভেঙে ওরা বুঝিয়ে দিয়েছে,
"দ্বিতীয়ভাগের" যুক্তাক্ষর গুলো
ভেঙে ভেঙে সরলীকরণের ভীষণ প্রয়োজন!


আমি প্রতিদিন তোমার ভাবগম্ভীর ছবিটা দেখি
আর চিৎকার করে বলি,
জেগে ওঠো, হে বীরসিংহের সিংহশিশু,
শিক্ষা আজ গুপ্ত পথে বাজারে নিলাম হয়ে যাচ্ছে.....