কবিতাঃ- হে  শিক্ষাগুরু
✍️ মনোজ ভৌমিক


শিক্ষাই শ্রেষ্ঠ রতন দিতে হবে মান,
এ বারতা দিয়েছেন দর্শনে মহান।
শিক্ষার আধার তিনি জ্ঞানের ভাণ্ডার,
চারিদিকে আজো শুনি তারি জয়কার।
কেমব্রিজ ও ভারতে ছড়ালেন দীপ্তি,
মূঢ়তা,অজ্ঞানতার ঘটালেন মুক্তি।
দর্শন,রাজনীতিতে তিনি কালজয়ী,
প্রশংসা করেছেন নোবেল বিজয়ী।


গৌরবান্বিত এ দেশ ওগো রাষ্ট্রনেতা,
সার্বভৌমত্ব রক্ষাই ছিল মূল কথা।
শিক্ষার প্রকৃত অর্থ ছড়ালে সমাজে,
তোমার পদাঙ্ক আজো এদেশে বিরাজে।
সময়ের শিক্ষা দেখি বড়ই বিপাকে,
আত্মিক উন্নতি আজ গুল্ম তরু শাখে।