কবিতা:-হতাশা
✍️ মনোজ ভৌমিক


জন্মের মহোৎসব দেখিনা এখন!
মৃত্যু যেন ঘুরেফিরে আসে ছদ্মবেশে!!
কেবলি অজানা আশঙ্কা বুকে বেঁধে,
জননীরা যেন মিথ্যে হাসি হাসে!


এ পৃথিবীতে আর কোথা সেই সুখ!
শুধুই কান্নার রোল শুনি চারিপাশে!!
সে কবিই বা আজ আছে বলো কোথা!
ভূমিষ্ঠ শিশুরা হেথা রবে যার আশ্বাসে!!


হিংসা-দ্বেষ আর কুটিলতা গেছে ভ'রে!
স্বার্থের সংসারে মনুষ্যত্বহীন মানবতা!!
নেই! নেই! এ পৃথিবীতে বাঁচার অধিকার,
কানে ভাসে আজ শুধু এই বারতা!


হায়নারা পেতেছে ফাঁদ সারা বিশ্বময়!
বেঁচে আছে আজ যারা অনাথের মত,
মুমূর্ষু রুগীর মতন ধুঁকছে প্রতিদিন!
বিষাক্ত বায়ু বুকে মুখগুঁজে হবে হত!!


বেঁচে থাকার দৃঢ় অঙ্গীকার নেই আজ কারো!
রিক্ত পৃথিবীর বুক হতে অহরহ ওঠে দীর্ঘশ্বাস!!
ধোঁয়াশা গগনভেদী আর্তনাদ করে পাখি!
প্রজন্মের কথা ভেবে আজ নেই কারো হাহুতাশ!!