কবিতা:- ঈশ্বর থাকেন কোথায়
             মনোজ ভৌমিক


আজ কিছু প্রশ্ন মনকে খুব দোলায়,
আর কিছু প্রশ্নের উত্তর পাওয়া দায়।
প্রশ্ন এখন যে হাজারো মনের কোনে,
ভালো থাকাটা ঐ ঈশ্বর নাকি জানে!
মেনে নিই আজ সত্যি কথা না হয় ওটাই,
সময়ের সাথে এই ভাবনা নিয়েই কাটাই।
ভাব ভাবনায় মেলবন্ধন বড়ই কম,
তবু আমরা ঐশ্বরিকতায় দিই দম।
সমাজকে আমি বিশ্লেষণ করি যখন,
দেখি হোথা তিন শ্রেণীরই বাস এখন।
উচ্চবিত্ত রয়েছেন যারা আজ হেথা,
সমৃদ্ধি রক্ষায় গান গায় দেবতার গাঁথা।
মধ্যবিত্তের সামাজিক ভয়টা যে সদা,
ঈশ্বরে চায় সুখ শান্তিই সর্বদা।
নিম্নবিত্ত দিন আনে আর দিন খায়,
ধর্মটা ওদের কর্মতেই দেখা যায়।
প্রশ্ন এখন ঈশ্বর থাকেন কোথা!
বিজ্ঞানীরাও তারেই খোঁজেন কী অযথা!
কর্মযোগী, সদা থাকেন উনি চঞ্চল,
ওই আদিখ্যেতাকে ভাবেন নাকি উনি ছল!
সত্যিকারের ঈশ্বর থাকে বলো কোথায়?
সভ্যতা গড়তে ঘর্ম ঝরে নাকি যেথায়?
ঐ মানুষের মাঝে ঈশ্বর খুঁজেছে সে,
'জীব সেবাতে' 'শিব সেবা' বলেছে অবশেষে।