কবিতাঃ-জাগ রে মা জাগ
       মনোজ ভৌমিক


ভুবন মাঝে অরূপ রে তুই
আমার শ্যাম বর্ণা মা,
তোর রূপেতে মোহিত হই
যার নেই যে তুলনা।


অসুর নিধন করলি মা
মুণ্ডমালা পড়লি গলে,
স্বামীর বুকে রাখলি রে পা
বল না রে কোন ছলে!


নগ্ন শরীর ঢাকলি কেন
কাটা হাত বস্ত্রে?
বোঝালি কি লজ্জা তোর
ছিল খড়্গ হস্তে!


পাপের বিনাশ হয়েছে কি মা
বল না রে আজ তুই?
সময়ের ঘরে শুনছি কান্না
কোথায় মুখ লুকাই??


জাগরে মা,জাগ রে তুই
সেই কাত্তায়ণী রূপে,
ভূলোক দ্যুলোক হোক শান্ত
তোর দোর্দণ্ড প্রতাপে।