কবিতা:- জাগ্রত হোক মানুষী বিবেক
                  মনোজ ভৌমিক


মাটির বুক ছুঁয়ে চলে যায় ও পুরুষালী রোদ,
মাতৃত্ব জেগে ওঠে এখানে উৎসবটা শারদ।
শিউলির গন্ধ নিয়ে জেগে ওঠে আবেশি সময়েরা,
প্রভাতী আলোর সুরে,সুর মেলায় সেই মহালয়া।


পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের আহ্বান,
চারিদিকে বিপন্ন সময়,শঙ্কিত তনু মন।
জেগে ওঠো গো তুমি মা,আর ও মৃন্ময়ী থেকোনা।
এবার দুর্গতিনাশিনী দুর্গা হতে ভুল কোরোনা।
            
হিংস্র পশুরা আজ মাংসাশী হয়েছে যে বড়!
বাল-বৃদ্ধা-বনিতা দেহেতে ছোবল মারছে যে বড়সড়।
ভাবনার জাল ছিঁড়ে বেরিয়ে আসা পাশবিক আবেগ,
প্রার্থিত হোক মা,জাগ্রত হোক মানুষী বিবেক।