কবিতাঃ-জাগুক মূল্যবোধ
✍️ মনোজ ভৌমিক


স্বার্থমগ্ন এই দুনিয়ায় মূল্যবোধ কেন খোঁজা!
মূল্যবোধের প্রকৃতত্ব আজও কি হয়েছে বোঝা!!
ভাবনা দিয়ে করলে বিচার কষ্ট অনেক হয়,
যুক্তি যখন মাথায় ঘোরে থাকে না সংশয়।


প্রথম বিষয় শিক্ষা নিয়ে হোক না তর্জা শুরু,
শিক্ষার প্রকৃত মূল্যবোধ দেখায় কি শিষ্য ও গুরু!
সমাজ চায় দূষণ মুক্ত সুশিক্ষার সম্প্রসার,
অপসংস্কৃতি রন্ধ্রে রন্ধ্রে মূল্যবোধ খোঁজা বেকার।


সমাজ যদি শুদ্ধ না হয়,শুদ্ধ কি হয় রাষ্ট্র?
তাই বুঝি আজ দেশ কাল হচ্ছে দিকভ্রষ্ট!
আপনজনে আপন নেই স্বার্থের সন্দেহ,
যুক্তি তর্কের বালাইসাদ উদ্দেশ্য হয় বিধেয়!


নৈতিকতা, মানবতার মূল্যবোধ আজ কোথায়!
মরছে মানুষ, ধুঁকছে দেশ, সংবিধানে ভোট দেখায়!!
গণতন্ত্রের মূল্যবোধ কষতে গিয়ে পায় হাসি,
বর্ণচোরা নেতাদের প্রতিশ্রুতি আজও হয় বাসি।


বিজ্ঞানের মূল্যায়নে হয় সভ্যতার বিকাশ,
কুচক্রীদের শড়যন্ত্রে মানবতার পরিহাস!
সময়ের সাথে শ্রমের মূল্যবোধ অতি প্রয়োজনীয়,
নইলেপরে জীবন নির্বাহ হয় যে শোচনীয়।


পুরুষ শাসিত এই সমাজে নারীর মূল্য বলো কী?
পদবীটা বদলায় ওদের,পুরুষের হয় নাকি??
নারীর গর্ভে জন্মে পুরুষ নারীকে করে লাঞ্ছন!
একবিংশে ওরাই শ্রদ্ধেয় যারা এ ভাবনা করেছে বর্জন।


চেতনায় চৈতন্য হোক,হোক মানবিক জাগরণ,
ভাবনার সাথে মূল্যবোধের হোক সরল সমীকরণ।
কবির কলম বলবে না আর, জাগছে ও অবোধ,
জাগছে মানুষ,জাগরে সমাজ, জাগুক মূল্যবোধ।