কবিতা :-জন্ম জন্মান্তরের সাধ
      মনোজ ভৌমিক


মনের গহীনে মন দুটি আজও ভীষণ ভাবে খুঁজি,
ভালোবাসাটা আজও হেথায় দু'জনারই শেষ পুঁজি!


সময়ের এই সাঁঝ বেলাতে দেখি তোমার চোখে চেয়ে,
এখনও তুমি আগের মতই রয়েছে হৃদয় ছেয়ে।


আমার মাঝে সেই আমিটা যখনই দেখো একটু কম,
তখনি তোমার পুরোনো প্রেম মনে ফিরিয়ে আনে দম।


ঘরসংসার গৃহস্থের কাজে সদাই থাকো যে মেতে,
মনভরানো ভালোবেসে ভরাও মন ফাঁক সময়েতে!


জীবনের যত ঘাত প্রতিঘাত সয়ে চলছো নীরবে,
বুঝতে দাওনা কারেও কিছু হাঁটছো আপন গরবে।


দু'জন মিলে হাঁটছি এ পথ দেখি পিছন পানে ফিরে,
সময় আকাশে জমা কালো মেঘ উড়ে গেছে বহুদূরে।


চেয়ে দেখো আজও হেথায় বসন্ত পঞ্চমী শুক্ল তিথি!
রঙবেরঙের কুসুম কানন, সেজে আছে ফুলবিথী!!


আকাশপানে তাকিয়ে দেখো সেই আধভাঙা চাঁদ প্রিয়ে,
পঁচিশ গোলাপ কমই হয় আজ তোমায় দিতে গিয়ে।


আজকে আবার নতুন করে হারিয়ে যাওয়ার বেলা!
অশোক পলাশ হাসছে দূরে আজ সূর্যমুখীর খেলা!!


এসো না গো প্রিয়ে, ঈশ্বরে আজ করজোড়ে মিনতি করি,
জন্ম জন্মান্তরে হেথা আসি ফিরে, একসাথে যেন মরি।