কবিতাঃ- জন্মদিনটা বিভ্রাটে আজ
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ- ০৯/০৫/২০২২


তোমরা যারা কবিতা লেখো
ভাবছো হবে রবীন্দ্রনাথ!
ভাবনাটাকে লাগাম দিও
কলম ছোঁয় কালের হাত!!


শব্দ এখন ভাঙা নৌকায়
যখনতখন খাচ্ছে দোলা!
থামলে পরে বায়না ধরে
কলম ভাঙার মিথ্যে খেলা!!


লিখতে থাকি সবাই মিলে
চুলকে চুলকে গোটা মাথা,
বুঝতে পারার ভান করে
কমেন্ট লিখি,"দারুণ কথা!"


মন সমুদ্রে জাহাজ চলে
হৃদয় আকাশে উড়ে পাখি!
আজব গজব শব্দ ভাসে
রবি কবিকে নাড়িয়ে দেখি।


ভাগীরথীতে জমেছে পলি
চর পড়েছে অনেকখানি!
ভাবনা এখন ফল্গু স্রোতে
নোবেল চুরির গল্প শুনি!!


জন্মদিনটা বড় বিভ্রাটে
পদ্মা-গঙ্গায় ভাঙন বেশি,
সংশাপত্র পাচ্ছো অনেক
যাক না নোবেল গয়াকাশি।


সভ্য কথার অসভ্যতায়
আজ আমরা অনেকখানি,
কৃষ্টি সৃষ্টির বৃষ্টি ঝরিয়ে
রাজনীতির ঐ দাঁড় টানি!