কবিতা :-জন্মদিনটা রাখবে মনে
           মনোজ ভৌমিক


সময় যতই বিষন্ন হোক জড়িয়ে ধরুক শীত,
মেঘলা মনে সুর যদি বয় অশান্ত সঙ্গীত!
সবাই হেথা নাচছে আজ বিবিধ রকম ছলে।
নাচের ছন্দ ভুলিস না তুই নাচবি আপন তালে


বিশ্ব জুড়ে দেখছি আজকে আজব রকম নাচ!
কেউবা নাচে ধর্ম ধরে কেউ বারুদে করে যাচ!!
মৈত্রীর সেই নামটা হেথায় সবাই গেছে রে ভুলে!
রক্ত নেশায় নাচছে সবাই হিংসা আগুন জ্বেলে!!


সম্প্রীতির সেই নাচটা আজ নাচরে ভুবন জুড়ে,
জন্মদিনটা রাখবে মনে সহস্র বছর ধরে।



বি:দ্র:- আজ মেয়ের জন্মদিন