কবিতাঃ- জানতে ইচ্ছে করে
✍️ মনোজ ভৌমিক


আজও কি তুই লালপেড়ে হলুদ শাড়িই পরিস?
আমার কথা ভাবতে গিয়ে হোঁচট খেয়ে মরিস??
চলার পথে সবার সাথে খিলখিলিয়েই হাসিস?
পূজোর ফাঁকে কথার ঝাঁকে নিজকে হারিয়ে ফেলিস??


সবার সাথে দারুণ বেশে ছবি কি তুই তুলিস?  
হৃদয় ছোঁয়া ভালোবাসায় আমায় মনে করিস??
একটুখানি সময় পেলে সেদিনটাকে ভাবিস?
পুষ্পাঞ্জলি দেওয়ার পরে কোথায় ছিলি হাবিস??


একটা কথা ভীষণ ভাবে এ মন জানতে চায়,
ঠোঁট কাঁপা সে রাবিশ চুমু কেউ কি এখন দেয়?
মনের দেওয়ালে সে ছবি কি করেছে হায় হায়!
উত্তরটা শোনার জন্য এ মন আজো প্রতীক্ষায়।


অনেক কিছু হারিয়ে গেছে সময়ের কাল স্রোতে,
প্রথম প্রেমের সেই স্মৃতি আজো দেখি ওত পাতে।