কবিতা :-   শূন্য জীবন রথ
          মনোজ ভৌমিক


প্রতিটি রথের মধ্যেই ঈশ্বর জাগে
হর্ষ উল্লাসে রথ এগোয় আগে।
শুরু হয় অনন্ত জিজ্ঞাসা...
" পথ আগে! না রথ আগে!"
বন্ধুর পথ।রথ এগিয়ে চলে।
খুশির বৃষ্টি আসে.....
কর্দমাক্ত হয় পথ।
রথ এগোয়... খোঁজে ভবিষ্যৎ।
চারিদিকে " বিষের বাঁশি "
রথ খোঁজে গন্তব্যস্থল!
পায়না খুঁজে।
ফিরে আসে,হয়ে যায় "উল্টো  রথ।"
ঈশ্বর চলে যায়...
পড়ে থাকে শূন্য জীবন রথ।