কবিতাঃ- জেগে ওঠো দীননাথ
✍️ মনোজ ভৌমিক


আষাঢ়ের শেষ দিন
শিব স্তুতিতে হও লীন,
আগত শ্রাবণ মাস
প্রভুতে রেখো বিশ্বাস।


গঙ্গা জলে করিও স্নান
বিল্বপত্র কোরো দান,
মৃত্যুঞ্জয় মন্ত্র ধ্বনি
তোমারে বাঁচাবে জানি।


স্বয়ম্ভু ঈশ্বর উনি
যোগী শ্রেষ্ঠ মহাজ্ঞানী,
অথর্ব বেদের স্রষ্টা
উনিই মহান দ্রষ্টা।


ডাকো যদি ভক্তি ভরে
একান্তে আপন করে,
নিরাসক্ত ভগবান
সবকিছু করে দান।


সুশীল শ্যমল মন
শ্রাবণ আসে যখন,
হর হর মহাদেব
ঈশ্বর দেবাদিদেব।


চারিদিকে হাহাকার
এ সময় নির্বিকার,
জেগে ওঠো দীননাথ
পৃথিবী বড়ই অনাথ।