কবিতা :-জেগে ওঠো হে পদাতিক
           মনোজ ভৌমিক


দুর্বিষহ যন্ত্রণা বুকে নিয়ে আজো মানুষ তারেই খোঁজে,
সার্বভৌম স্বাধীনতার ডঙ্কা বাজিয়েছিলো সে যে!
সিংহাসন লোলুপেরা শোনেনি তার আন্তরিক আহ্বান,
ঘৃণ্য বাসনা নিয়ে গেয়ে গেছে ওরা ব্যর্থ স্বাধীনতার জয়গান।
শোনেনি তারা বঞ্চিত শোষিত মানুষের রক্তের কলতান,
তাই আজো দেখি স্বাধীনতার তিয়াত্তরেও 'ইনক্লাবী' মানুষের ঐক্যতান।
জেগে ওঠো হে পদাতিক, আর একবার প্রচন্ড সুনামি নিয়ে,
তোমার বজ্রদীপ্ত কন্ঠ হতে নিসৃত হোক,"স্বাধীনতা নাও রক্তের বিনিময়ে।"
আজো ওই মর্মর মূর্তির পাদদেশে ব্রিটিশের আর্তনাদ শুনি,
কারা যেন বলে যায়, "ভূমণ্ডলে ইনিই সেই বীর,যার মৃত্যু রহস্যের উন্মোচন আজো হয়নি।"