কবিতাঃ- জীবন ও সিঁড়ি
✍️ মনোজ ভৌমিক


জীবন কিন্তু সিঁড়ির মত
ধাপে ধাপে শেখায়,
আপন পর মানুষকে
আঙুল দিয়ে দেখায়।


জীবন মানে জয় পরাজয়
ওঠা নামার খেলা,
কখন যে কে জেতে বা হারে
যায়না তো তা বলা।


কেউবা উঠে কেউবা নামে
আপন কর্ম গুণে,
বিধির বিধান বলে কেউ
হতাশা যখন মনে।


কিছু লোকের চিন্তা ভাবনা
বড়ই স্বার্থান্বেষী,
দ্বন্দ্ব,হিংসা,বেইমানিতে
খেলছে দিবানিশি।


অসৎ পথে চড়লে সিঁড়ি
বদলে নেন স্বরূপ!
বাঘের মত হুমকি দিয়ে
দেখান নিজ কুরূপ !  


বুঝেও যেন বোঝে না ওরা
সিঁড়ির শেষ শূণ্য,
তবুও দেখি চেহারায় রেশ
উপরে চড়ার জন্য!


মহৎ লোকে শুধুই দেখে
আঙুল চাপেন ঠোঁটে,
প্রগতিগুলি পরখ করে
পর্যাপ্ত পথই ওঠে।


সিঁড়ির প্রতি ধাপের প্রতি
একটু নজর রেখো,
সময়ের সাথে জীবনকে
পরখ করতে শেখো।