কবিতাঃ- জন্মান্তরের সাধ
✍️ মনোজ ভৌমিক


সময় গুণে এই যে আসা ও যাওয়া,
পুরণ হয় কি সকল চাওয়া পাওয়া!
তবুও আসি তোমাকেই ভালোবেসে,
দেখবো শিশির একটি ধানের শীষে।


বিছিয়ে নিয়ে মনের শীতল পাটি,
গড়িয়ে ছুঁয়ে দেখবো ঘাস ও মাটি।
এক চিলতে একটু সুখের আশায়,
আসবো ফিরে তোমার ভালবাসায়।


থাকবে পড়ে ওই স্বার্থের চৌকাঠ,
আঙিনা জুড়ে পড়ে থাক ঠাটবাট।
সবকিছু যেন মিথ্যে জীবন সাথী,
তোমার মত কেউ নয়তো সমব্যথী।

তোমার কোলেই খুঁজবো শান্তি সুধা,
বারেক আসার থাকবে না কোনো দ্বিধা।
না হোক পুরণ এক জনমের চাওয়া,
জন্মান্তরেই হোক না তোমায় ছোঁয়া।