কবিতাঃ- জন্ম মিষ্টি তোর
✍️ মনোজ ভৌমিক


হৃদয় জুড়ে মেঘলা আকাশ
মনে বিষন্ন রোদ্দুর,
গান গেয়ে যায় শৈত্য হাওয়া
বর্ষা বাজায় নুপুর।


সময় এখন থমকে হাঁটে
দেওয়াল ঘড়ির মত,
চারিদিকে রোগের কামড়
ভাবনার ঘরে ক্ষত।


পাহাড় বুকে ঝর্ণাও যেন
বরফ হয়ে কাঁদে,
সবুজ মনের অবুঝ কথা
দ্বিধা দ্বন্দ্বের ফাঁদে।


সমুদ্র বুকে সুনামি জাগুক
উন্মাদ বর্ষা মেঘ,
উলটপালট হোক না দুনিয়া
সময়ের গতিবেগ।


ভয় পাস না ও মেয়ে তুই
ঐ মাটি কামড়ে ধর,
আকাশ হবে হাতের মুঠোয়
স্বপ্ন বানাবে ঘর।


বয়স শুধু ওই শরীর জুড়ে
জন্ম মিষ্টি তোর,
'বাবা' তো তোর সাথেই আছে
ইচ্ছে পূরণ ভোর।