কবিতা:- জন্মদিনে শিশুর অশেষ চাওয়া
                মনোজ ভৌমিক


মাগো,একটা ঘড়ি দাও গো আমায় আজকে তুমি কিনে।
আর কিছুই চাইনে মা,আমার এই ন'য়ের জন্মদিনে।
মাগো,বলছো তুমি নতুন জামা পরতে যে হয় আজ।
ঐ আলমারিটায় ভরা যে সব,বলো বেশিতে কি কাজ?
বলে যে বাবা যখনতখন, "সময় চলছে খারাপ।"
ঐ ঘড়িতেই করবো আমি ওই সময়ের পরিমাপ।
সময় কি কখনো খারাপ হয় গো মা? বলো নাগো তুমি!
ছয়ের পরে সাত তো দেখি,কই পাঁচ দেখি নাতো আমি!
ঘড়ি কি কখনো থামে না গো মা?চলতে থাকে টিকটিক।
তবুও কেন বলে গো বাবা,"এ সময় চলছে বেঠিক?"
দাওনা কিনে একটা ঘড়ি,সময় অঙ্ক নিই গুনে।
ঘড়িতে বোঝাবো বাবাকে, সময়ে সময়কে নেবে চিনে।