কবিতা:-যতই তুমি মন্দ ভাবো
             মনোজ ভৌমিক


যতই তুমি মন্দ ভাবো থাকবে সদাই অন্তরে,
ভাবের মধ্যে ভাবনা তুমি নিলেই ওদিন ভুল করে।
ভাবতে যদি গভীরভাবে একটুখানি ও মন দিয়ে,
দেখতে হোথা শাসন ছিল সোহাগটারে দিয়ে হারিয়ে।
বুঝতে গিয়ে খেললে তুমি কি যে অবুঝ মত সে খেলা!
বুঝেও তুমি বুঝলে নাগো ভাঙলে হৃদয় সে বেলা।
সময় এখন তোমার হাতে তাইতো আমি হয়েছি পর,
কেন তুমি ভাঙতে চাইলে আমার সাধের ছোট্ট ঘর?
বুঝলে নাগো ওই ঘরেতে ফাগুন হাওয়া খুব ঘোরে,
যতই তুমি হেমন্ত দাও আজকে হোথায় জোর করে।
দুখের মধ্যে সুখকে খুঁজি আমরা সবাই এক হয়ে,
যতই তুমি চেষ্টা করো শেষটা তোমার পরাজয়ে।