কবিতাঃ-ভুলিনি সেই মধুচন্দ্রিমা
✍️ মনোজ ভৌমিক


আজ গোধূলির রক্ত রাগে
দিগন্ত রাঙানো ছবি!
সান্ধ্য আকাশ রাঙিয়ে আছে
ভাবনায় রয় কবি।


স্মৃতির পাতায় আঁচড় কেটে
খুঁজি পুরাতন দিন,
হৃদয় আকাশে খাচ্ছে দোলা
ছিল বড়ই রঙীন!


তখন তুমি অষ্টাদশীতে
আমি একুশের প্রাতে,
হঠাৎই হলো চোখাচোখি
কোনো এক সাক্ষাতে।


খানিকপরে হাতটা ছুঁয়ে
বলেছিলে, "ভালোবাসি,"
অচেনা প্রাণ চেনা হলো
চোখের তারায় হাসি!


মধুর লগন ঘনিয়ে ছিল
প্রণয় মিলন সাথে,
ভুলিনি সেই মধুচন্দ্রিমা
জ্যোৎস্না ভেজা রাতে!