কবিতা :-জ্বলতে হবে ওর মত খালিখালি
            মনোজ ভৌমিক


ও মেয়ে তুই ফেলিস কেন শুধুই চোখের জল!
কেঁদে কেঁদে হোস নারে তুই আজ উন্মাদ পাগল।
পুরুষ কথাটা এখন থেকে মনের মধ্যে ভাঁজ,
শরীর থেকে খোল রে তোর পুরাতন সব সাজ।


বুকের মধ্যে ভরে নে তুই আজ অদম্য উচ্ছ্বাস,
পুরুষ জাতি দেখবে তোকে নেবে ঘনঘন শ্বাস।
গার্গী মৈত্রেয়ী খনারাও লড়ে গেছে একাই হেথা,
চোখের সামনে ভাসুক না তোর লক্ষ্মীবাঈ কথা।


এখন কিন্তু যুদ্ধটা তোর নিজের সাথেই নিজে ,
ধর্ষকদের দেখতে পাবি বিভিন্ন রকম সাজে!
ওদের থেকে মুক্তি পাওয়া বড়ই কঠিন কাজ!
বাঁচার মত বাঁচতে হলে ভাঙতে হবেই লাজ।


নারী হয়ে বাঁচিস যদি তবে হয়ে যা দুর্গা কালী,
নইলে তোকে জ্বলতে হবে ওর মত খালিখালি।