কবিতা :- কালো মেঘেদের কথা
             মনোজ ভৌমিক


কালো কালো মেঘগুলো আজ দল বাঁধে বড়!
বড়ই চতুর ওরা হেথা হোথা হয় জড়ো।
মিশে গিয়ে এক সাথে ঝগড়াতে সড়গড়,
দুম দুম শব্দেতে কান জ্বালায় যে বড়!


আগুন ঝরানো চোখ নিয়ে দেখে বারে বারে,
জ্বলন্ত অগ্নিগোলা বাজ হয়ে পড়ে।
নয়ত কাঁদতে থাকে ঝগড়ার প্রহরে,
সে কান্না কান্না হলেও যায় আসে না রে।


যদি ওরা হয় বিরাগী কান্না অঝোরে ঝরে,
তখনি এ ধরা যে ওদের বড় ভয় করে।
যখন ওরা শুধুই গর্জে উড়ে যায় দূরে,
আমি তুমি থাকি চেয়ে, নিরাশায় বুক ভরে।


কালো মেঘেদের কথা ভাসে গানের সুরে,
কবিদের ভাবনা জাগে মনের মন্দিরে।