কবিতাঃ- কে রাখে কার খোঁজ!
✍️ মনোজ ভৌমিক
প্রবল কোন ঝড়ের পরে
আড়াল করে ক্ষত,
অনেকেই জীবন সাজায়
আবার নিজের মত।
জীবন মানেই ঝড় ঝঞ্ঝা
ভাঙা গড়ার খেলা,
কেউবা জেতে,কেউবা হারে
কারো দেখি কালবেলা!
নতুন করে গড়তে গিয়ে
কতনা যাতনা হয়,
আশঙ্কা থাকে মনের মাঝে
পুরানো ঝড়ের ভয়।
কালের নিয়ম এমনিভাবে
এগিয়ে চলে রোজ,
নিত্যদিনের এই খেলায়
কে রাখে কার খোঁজ!