কবিতা:- কেমন আছো প্রিয়ে
কবি:- মনোজ ভৌমিক


মনের কোনে জমানো সকল গুমোট অন্ধকার,
বলছে আজকে হেসে হেসে,"শীতটা নাও তোমার।"
হিমেল হাওয়া উড়িয়ে নিয়ে দিচ্ছে মন দোলা,
"অনেক দিনের অনেক কথা হয়নি তোমায় বলা।"


চোখের পাতায় লুকিয়ে থাকা শীতল স্বপ্নগুলো,
বলছে তারে আদর দিয়ে,"যাওয়ার সময় হলো।"
শিমুল পলাশ হাসছে দেখো কৃষ্ণচূড়ার ফাঁকে,
ঐ খানেতে বসন্ত দূত লুকিয়ে দেখে কাকে?"


কাননজুড়ে সজীব হাওয়া বইছে হেলে দুলে,
সুগন্ধতি সৌরভেতে মন-সমুদ্র ঢেউ তোলে।
গালের'পরে হাতটি রেখে ভাবছো মিতা কারে?
আয় ছুটে আয় কাজটি ফেলে,বসন্ত আজ দ্বারে।


প্রাণের মাঝে বসন্ত দূত অলীক স্বপ্ন নিয়ে,
বলছে যেন,মধুর স্বরে,"কেমন আছো প্রিয়ে?"