কবিতাঃ- কেন একা জেগে রই
✍️ মনোজ ভৌমিক


রোজ সকালে পাখিরা ডাকে
কি যে বলে গানে গানে!
কতনা মাধুরী গানের সুরে
দোলা দিয়ে যায় প্রাণে!


বড় অদ্ভুত কল কাকলী
হৃদয়কে যায় ছুঁয়ে,
হতেম যদি বনের পাখি
কত ভালো হতো প্রিয়ে!


ঘুমের দেশে থাকতে তুমি
কত না স্বপ্নে বিভোর,
মধুর সুরে ভাঙিয়ে ঘুম
বলতাম,শেষ ভোর।


হয়তো বলতে,দুষ্টু পাখি,
ডাকলি কেন আমায়?
বুঝিস না কি এটা আমার
স্বপ্ন দেখার সময়!


ঘুম জড়ানো দু'চোখ নিয়ে
দেখতে তুমি যখন,
নীল আকাশে মেঘকে ছুঁতে
ব্যস্ত রয়েছি তখন।


বলতে যদি,ও মন পাখি,
ছেড়ে গেলি কেন তুই!
স্বপ্ন যদি চোখের পাতায়
কেন একা জেগে রই!!