কবিতাঃ- খেদোক্তি
✍️ মনোজ ভৌমিক


বার বার কেন তুই আমায় ছুঁতে আসিস?
কখনো কুজ্ঝটিকা হয়ে!
আবার হিমাদ্রীর মতো নগ্ন শরীরে!!
কেন আষ্টেপৃষ্ঠে আমায় জড়িয়ে ধরিস??


তোর স্পর্শে আমার ওর কাছ থেকে
ওম ধার নিতে হয়...
আমি অসতী হয়ে যাই...


চেয়ে দেখ,ওর আবির্ভাবে
তোর শরীর থেকে হারিয়ে যাচ্ছে অসীম বীর্যতা!
তুই কি চাস আর একটা
'মহাভারত' লিখতে?


তুই তারই মত কুৎসিত রে,,,


আমি যে 'রামায়ণের' সীতা হতে চাই!
কিন্তু সেও তো দুষ্কর!!
তাহলে আমায় যে বার বার
ওর শরীরের অঙ্কদেশ ছুঁয়ে
সতীত্বের পরীক্ষা দিতে হবে!


সত্যি কথা বলতে তোদের বা
ওদের চোখে আমি বা আমরা
সতী হয়েছিইবা কবে?


তুই আমায় জড়িয়ে ধর শীত...
আমি আর সন্দেহের সমুদ্রে
অবগাহন করতে চাই না।