কবিতাঃ-খুব জানতে ইচ্ছে করে (১১০০তম)
✍️ মনোজ ভৌমিক


তোর শহর কি ডোবে বৃষ্টির জলে?
বৃষ্টি এলে কি ভেজে ওরা সক্কলে??


মেঘবালিকা কি তোকেই ছুঁয়ে থাকে?
পাহাড়-নদী কি ওখানে তোকে ডাকে??


বাতাস কি এসে মনের কথা শোনায়?
তারাগুলো কি আলোর প্রদীপ জ্বালায়??


চাঁদ-জ্যোৎস্না কি তোকেও জড়িয়ে ধরে?
ঘুমের পরীরা রাত ভরে কি আদরে ??


শহুরে মানুষ ওখানে বলো কেমন?
বাঁচা কি ওদের যখন যেমন তেমন??


মিথ্যে কি ওখানে ভীষণ ভাবে চলে?
ছলনার খেলা প্রতি মনেতেই খেলে!


"ভালোবাসা" শব্দ কি বড়ই হেলাফেলা!
হিংসা নিয়ে কি কেটে যায় সারাবেলা?


শান্তি খুঁজলেই ঝরে কি রক্তের স্রোত?
মিথ্যে  আশায় উড়ায় কি শুভ্র কপোত??


সূর্য কি ওখানে তনুকে জ্বালিয়ে মারে?
বর্ষা আকাশ ওখানেও কি ভবঘুরে!

পূর্ণিমা চাঁদে গ্রহণ কি লাগে অবিরত?
জ্যোৎস্না কি ওখানে আঁধার ঘরেই হত!


তারাগুলি কি নক্ষত্র হয়ে মরে যায়?
মনের গহীণে কালোরাত কি করে হায়!


তোর শহরকে খুব জানতে ইচ্ছে করে,
আসুক না বৃষ্টি মন খারাপের ভোরে।