কবিতাঃ- খুঁজছে একটি শক্ত হাত
✍️মনোজ ভৌমিক


রংচটা ওই দেওয়াল জানে,
ভালোবাসার প্রকৃত মানে।
ব্যালকনিটায় দেখো চেয়ে,
আষাঢ় শ্রাবণ আছে ছুঁয়ে।


টব ঝাঁপানো বাহারী ছাদ,
হার মানতো মায়াবী চাঁদ!
কলিং বেলের শব্দ হলে,
মনোবীণা এখনও ডোলে।


কফির কাপে নেই তো সখা,
ইজিচেয়ার দুলছে একা!
নিঝুম রাতে নিয়ন বাতি,
সময় বুঝে নেয় বিরতি।


বেডকভার,পাশবালিশের,
নেই অভিমান বেলা শেষের!
সংখ্যাগুলো বাড়ছে শুধু,
ভাঙছে মন করছে ধূ ধূ।


গানের সুরে দুঃখ বাড়ে
সাত সুরে মন ভাঙে গড়ে!
শ্রবণ শেষে মুখর নদী,
একবার এসে দেখতে যদি!


একা একা যায় কি বাঁচা?
রুদ্ধ দুয়ার পাখির খাঁচা!
বেলা গড়ালেই গভীর রাত!
খুঁজছে একটি শক্ত হাত।