কবিতাঃ-কবিতা বিনা
✍️ মনোজ ভৌমিক


মনের ঘরেতে উঁকি মেরে যায়
বেদনার উপকথা,
মলাট বিহীন খাতায় লিখেছি
অশ্রু সিক্ত শত ব্যথা।


ওরাই কখন কবিতা হয়েছে
ব্যথা জাগানিয়া রাতে!
একাকিত্বের মরম বেদনা
অশ্রু ঝরায় প্রাতে!!


কবিতা লেখা হয়না তো শুধু
কলম ও কালি দিয়ে,
মনের গভীর অনুভূতিগুলি
ভাবনাকে থাকে ছুঁয়ে।


বিরহিণী রাই ঝরিয়েছে আশু
কলঙ্কিনী নাম নিয়ে,
রামী রজকিণী কবিতা হয়েছে
চন্ডীদাসী প্রাণ হয়ে।


কবিতায় থাকে ব্যাথা বেদনা
আনন্দ হাসি ও গান,
ছন্দ দিয়েই বন্ধ মনের
লেখে শত অভিমান।


তাইতো কবিতা মলাট করা
খাতায় থাকে না বন্ধ,
কবিতা বিনা এ জীবন যেন
চোখ থাকতেও অন্ধ।