কবিতাং- কবিতার কথা
✍মনোজ ভৌমিক


ছন্দ মিলিয়েই দ্বন্দ্ব কথা কই,
এখন আমি কবিতা লিখি সই।
অক্ষরে অক্ষরে বড়ই যন্ত্রণা
স্বরবৃত্তে মাত্রাও যে হয় গোনা!


উচ্চারণের বড়ই ওঠানামা!
ওতেই নাকি মাত্রারা পরে জামা।
স্বর ও অক্ষর বৃত্ত বলে কাকে
মন দিয়ে বুঝলেই মনে থাকে!


শব্দ নিয়ে ভাবনার কোলাকুলি,
কাব্যে আজও পুরানো সেই বুলি!
কবে পাবে স্বাধীনতা তুমি বলো,
ভাব নিয়ে ভাবনায় কেন খেলো!


কাব্য চায় জীবনানন্দে চলতে,
চাহিদা তার ছন্দ নিয়ে দুলতে।
বৃত্তগুলো রেখে দাও মাঝপথে,
চলি না তাই ভাবনা ভাবরথে!


কবিতা কয় থাকবি মোর সাথে,
অন্ত্যমিলটা রেখে দিয়ে অন্তেতে ॥