কবিতাঃ- কলঙ্ক ছুঁলেই দেখবে
✍️ মনোজ ভৌমিক


চাঁদ দেখতে কে না ভালোবাসি!
মিষ্টি মধুর হৃদয় ছোঁয়া হাসি।
বুকের মাঝে লুকিয়ে হাজার ক্ষত,
ভালোবাসা দিয়েছে তোমায় কত।


তবুও তোমার ভরেনা যেন মন!
পরখ করো শরীর কেন এখন!!
সময় ছুঁয়ে রং বদলাও তুমি!
এখনো তোমার সেই প্রভুত্বে আমি!!


যেমন খুশি তেমন করো পরখ,
জ্যোৎস্না বিলোতে নেই তো কোনো শোক।
হারিয়ে গেলে দেখবে আঁধার ভারি,
কলঙ্ক ছুঁলেই দেখবে আমি নারী!