কবিতাঃ- কোন দুর্গা পুজিস তোরা
✍️ মনোজ ভৌমিক


শিউলি সাঁঝে কাঁদছে বসে
শেফালির ফ্রক ছেঁড়া!
ঠোঁটে রাঙিয়ে লালদোপাটির
ঐ অন্ধ গলিতে ঘোরা!!
বলনা রে ভাই বলনা আজ
কোন দুর্গা পুজিস তোরা??


ছাতিমের বুক ডুবছে জলে
পদ্মরা ঘাঁটছে কাদা!
শালুকের মনে বড়ই বেদনা
যায়না তো জোরে কাঁদা।
কোন দুর্গা পুজছো আজ
বলোনা গো ভাই দাদা??


বকুলের প্রেম বিধবা হয়েছে
জুঁই,টগর বড়ই একা!
গন্ধরাজ হারিয়েছে গন্ধ
রজনীগন্ধার নেই দেখা!!
'থিমের' পুজোর ঐ প্যাণ্ডেলে
কোন দুর্গাকে হয় রাখা?


কামিনীর বুকে নেই তো কামনা
মাধবীবিতানে রোদ!
মল্লিকা আর মালতি মিলে
কার ঋণ করে শোধ!!
উপচে পড়া ওই ভিড়ের মাঝে
দুর্গাই বুঝি নির্বোধ!


দোলনচাঁপা বোধ হারিয়েছে
হিমঝুরি ঘেরে কারা!
কেয়া,বেলিদের শুঁকছে কে দেহ?
কাশেদের দম মরা!!
বলনা রে ভাই বলনা আজ
কোন দুর্গা পুজিস তোরা??