কবিতাঃ- কর্মেই ইচ্ছে পূরণ
✍️ মনোজ ভৌমিক


ঠুকছো মাথা দিন দুবেলা
করছো কত না আয়োজন,
সৃষ্টি কর্তা ততটুকুই দেন
যতটুকু যার প্রয়োজন।


যতই তুমি আশায় থাকো
সকল ইচ্ছে হবে পূরণ,
বলতে তোমায় বাধ্য হচ্ছি
ভাবনা তোমার অকারণ!


আশার অতীত পেয়ে দেখি
ইচ্ছে পূরণ হয়নি তার,
কেউবা দেখি সব হারিয়ে
ইচ্ছে নিয়েই জপছে হার!


ইচ্ছে নামের দাঁড়ি পাল্লায়
কর্মকে যদি করো ওজন ,
দেখবে ইচ্ছে হ্রাস পেয়েছে
শান্তি সুখের মন ভবন।


কর্ম যোগেই মগ্ন ঈশ্বর
পূরণ করেন সৃষ্টি সুখ,
নিদ্রিতক্ষণে কর্ম করেন
ইচ্ছে পূরণে নেই তো দুখ।