কবিতাঃ- কুর্ণিশ র‌্যাট মাইনারস্
✍️ মনোজ ভৌমিক

প্রগতির রথ টানে সময়ের সরকার...
পাহাড়ি জনপদে সুড়ঙ্গের কি দরকার?
কতকিছু দরকার চাহিদাও অফুরান,
জবাব কেইবা দিত হারালে ওদের প্রাণ

ও পাহাড় তো নিজেরে ভাঙে যখন তখন,
ওখানে সুড়ঙ্গ গড়ার আছে কি প্রয়োজন!
প্রশ্ন মনেতে হাজার উত্তর খোঁজা বেকার,
সময়ের উত্তরে আছে বড় বেশি আ-কার।


স্টেডিয়াম উন্মাদ যেদিন বিজয় উল্লাসে
একচল্লিশ শ্রমিক ফেসেছিল সুড়ঙ্গ ধসে!
প্রশাসন জেগেছিল শুনে নিয়ে হাহাকার,
প্রকৃতির কাছে ছিল প্রযুক্তিও নির্বিকার!


এক দিন, দুই দিন, কেটে গেল পাঁচ দিন!
ওদের বাঁচার আশা ধীরে ধীরে হোলো ক্ষীণ!!
সরকার দিল ডাক ওই র‌্যাট মাইনারসে
কঠিন লড়াই লড়ো থেকো ঈশ্বর ভরসে।


এগারোটা দিন ধরে বড় নিরলস শ্রম,
ওরাই দেখিয়ে দিল আছেই ওদের দম!
জিজ্ঞাসা করেনি কেউ ফেসেছিল ধর্মে কারা?
কোন প্রদেশের লোক?? প্রশ্নটাও দেয়নি নাড়া!


সতেরোটা দিন পরে ঐ একচল্লিশ শ্রমিক
কেইবা ভেবেছিল বেঁচে ফিরে আসবে ঠিক!
চন্দনের টিকা দাও,দাও ওদের ফুলের তোড়া,
ফেরানো যেত না ওদের র‌্যাট মাইনরস ছাড়া।


কুর্ণিশ র‌্যাট মাইনারস্ সুড়ঙ্গ হোক হাজার,
তোমাদের কল্যাণে ওরা তো হবেই উদ্ধার।
হিমালয় ভেঙে ভেঙে হোক যত খুশি সুড়ঙ্গ,
তুমি আমি আর ওরা দেখে যাই সময়ের রঙ্গ।