কবিতা :-মা সরস্বতীর প্রতি
         মনোজ ভৌমিক


সরস্বতী মা! সরস্বতী মা! এবার শুভ্র বসন ছাড়ো ,
সময়ের সাথে তাল মিলিয়ে জিন্স প্যান্ট টপ পরো।


হংস বাহনের পিঠে চড়ো ভাল্লাগেনা সবার,
একটিভা 'ফাইভ জি'টা এখন সুট করবে তোমার।


অত্তো বড় বীণাটাকে কোলের মধ্যে কেন রাখো!
সুরের সব লয় গুলোকে কন্ঠে ভরতে শেখো।


পুস্তককে হাতে রেখো না আজ বড়ই বেমানান!
আই ফোনটা রাখলে হাতে লাগবে যুগের মানান।


মুক্তমালা পায় না শোভা বক্ষদেশে তোমার,
ম্যাচিং করা সেটগুলি দেখো প'রে এবার।


সময়ের সাথে চোখ রেখে মাগো এখন তুমি চলো,
ব্রাহ্মণদের মন্ত্র তুমি ইংলিশে বলতে বলো।


বাংলাটা আর বাংলা নেই ,আমেরিকা লন্ডন!
গাছের বুড়ো ফুলগুলি যে এন্ড্রয়েডে টনটন!!


গোঁসা মোটেই কোরো না মাগো আমায় অবোধ পাগল ধরো,
ভালোর জন্যই বলছি মাগো যাতে শান্তিতে আসতে পারো।