কবিতাঃ- মা তো মাইই হয়
✍️ মনোজ ভৌমিক


মা মানেই মাটি।
আর মাটি! ও তো সহিষ্ণু তৃণের থেকেও কঠিন!!
যে সন্তান নয় মাস ধরে
পেটের মধ্যে দৌরাত্ম্য করেছে
তার জন্য সমস্ত যন্ত্রণা উপেক্ষা করে
পেটে হাত বুলিয়ে বলতো,
কেন এত বদমাইসি করছিস?
একটু সবুর কর সোনা আমার।
ওদিন যখন মা'র কোলে শুয়ে দুদু খাচ্ছিল আর
হাত তুলে তুলে মা'র মুখ ছুঁতে চাইতো,
তারপর যেদিন মা'র হাত ধরে
হাঁটতে শুরু করেছিল...
তখন মুখ উঁচিয়ে উঁচিয়ে মা'র মুখের দিকে তাকাতো
আর ভাবতো, মা'র সমান উঁচু হতে।
সেই থেকেই মাপা শুরু...
মা, দেখো, আমার মাথাটা তোমার কোমর ছুঁয়েছে!
এই দ্যাখো মা, আমার মাথা তোমার কাঁধ পর্যন্ত এসেছে!!
দ্যাখো, দ্যাখো মা, আমি তোমার সমান হয়ে গেছি!!!
ছেলের খুশি দেখে মা মুচকি হাসে।
এখন ছেলে আর মা'র সাথে মাপামাপি খেলে না!
এখন মা'ই মুখ উঁচু করে ছেলের দিকে তাকিয়ে থাকে!!
ছেলে উঁচু হতে হতে বিদেশে পাড়ি জমালো...
মা তীর্থের কাকের মতো তাকিয়ে তাকিয়ে
বৃদ্ধাশ্রমের মাটির সাথে নিজের উচ্চতা মাপতে থাকে....
মা তো  মা'ইই হয়!
মাটির থেকেও কঠিন!!