কবিতাঃ- মা
✍️ মনোজ ভৌমিক


এই দুনিয়ায় লড়াই ছাড়া
বলো জয়ী হয়েছে কে?
সকল জয়ের অন্তরালে
কেউ একজন আছে।


জীবন যুদ্ধে জয়ী হতে
লড়ছো যখন তুমি,
দূরের থেকে বলছে সে যে
সাথেই আছি আমি।


বড় চাকরি পেয়ে যখন
ঐ বিদেশ ছুঁয়ে নিবে,
রাখবে কিনা তারে মনে
সে কথা সে না ভাবে।


গর্ভে যখন ছিলি রে তুই
সয়েছে অসীম ব্যথা,
জন্ম দেওয়ার পরেও তার
আন্ত ছিল না হেথা।


দুঃখ কষ্ট অনেক সয়ে
সন্তানে করে বড়,
বলে না কখনো বড় হয়ে
রক্ত ঋণ শোধ করো।


প্রকৃত সন্তান ভোলে না তো
মায়ের ভালবাসা,
বিদ্যাসাগরের মতই সে
চায় পুরাতে আশা।


এমনতর সন্তান আজ
দেখছি বড়ই ক্ষীণ,
আপন স্বার্থে মগ্ন থাকেন
ভাবনা হয় সঙ্গিন।

সময়টা আজ বদলে গেছে
আপন আপন  খেলা,
ঐ বৃদ্ধাশ্রমে কাটছে দিন
সময়টা কালবেলা।


তবুও মা তাকিয়ে থাকে
ক্লান্ত দু'চোখ নিয়ে,
সন্তান তার আসবে ফিরে
ধরবে বুকে জড়িয়ে।


মা ও মাটি একই সমান
আক্ষেপ থাকে না কিছু,
সন্তান সুখেই চিরসুখী
সয়ে যায় সবকিছু।