কবিতা:-মায়েরও হয় বিসর্জন
          মনোজ ভৌমিক


বৎসরের বেশ কয়েকটা দিন
আমরা হুমড়ি খেয়ে পড়ি ' মা - মা ' আহ্বানে।
জেগে ওঠে দুরন্ত শৈশব!
কৈশোরের ভাবনা নিয়ে সাজি আপন মনে।
দাঁড়িয়ে পড়ে অশান্ত যৌবন
চারিদিকে নতুনের আবর্তন।
বাড়ি-গাড়ি প্রতিপত্তি আর শ্রীবৃদ্ধিতে মাতৃত্বের বন্দন।
কুমোরটুলির মায়ের শুরু হয়ে যায় বিশ্বভ্রমন।
জন্মদাত্রী মা'র নীরব অশ্রুতে
' খোকা-খোকা' শব্দের ব্যর্থ আস্ফালন।
কারণ,ওদের আগমনী যে বৃদ্ধাশ্রমে এখন।
আমরা শুধু মায়ের কাছে নিতেই শিখেছি....
সময়ের চাহিদা পুরণের পর মায়েরও হয় বিসর্জন।