কবিতাঃ- মহান মানুষ
✍️ মনোজ ভৌমিক


ভুল তো হয় সব মানুষের
ছোটো কিংবা ভীষণ বড়,
কেউ গোনে ভুলের মাসুল
কেউবা থাকেন তর্কে দৃঢ়।


শুধরে নেওয়া নয়কো কঠিন
ভুলটা যদি যায় গো বোঝা,
জরুরী কিন্তু সবার আগে
ভুলের সঠিক কারণ খোঁজা।


ভুল স্বীকারে লজ্জা কিসের
যখন সেটা নিজেরই কৃত!
শুধরে নেওয়া শুদ্ধ বিচার
নিজেরে করিও একটু নত।


তবেই তুমি  মহান মানুষ
এই দুনিয়ায় খেলা ঘরে,
শান্ত হ'তো দুষিত বাতাস
সবাই যদি এটাই পারে।