কবিতা:- মানবিক আবেদন
             মনোজ ভৌমিক


তুমি আমি আজ বেশ তো আছি আত্মসুখে;
বৃষ্টির স্নিগ্ধতা মেখে দুই চোখে।
আবেশি প্রেমের কথা ভাবি যে অনুক্ষণ,
শ্রাবণ সুখেতে নেই কোনো জ্বালাতন।


ভালো করে চোখ খুলে দেখো একবার চেয়ে,
মেঘ ভাঙা বন্যায় প্রদেশ গেছে যে ছেয়ে!
প্রদেশে যদি না থাকে সোহাগী স্বজন,
ওরাও সব মানুষ, তোমারি প্রিয়জন।


পাহাড় কাঁপানো ওই মানুষী আর্তনাদ,
তুমি আমি শুনেও কুম্ভকর্ণ নিনাদ।
যে মনুষ্য মনেতে থাকে সদাই সংশয়,
সে মনুষ্যত্বের আজ হোক বিপর্যয়।


পালিত পশুটি বাঁচালো মানুষী পরিজন,
স্বহৃদয় সেও,বাঁচুক না স্বজন।
করাল দৃষ্টি কবে কার ঘরেতে আসে!
কি জানি,কে কবে,কিভাবে,কোথায় যায় ভেসে!


এসো না এগিয়ে,করি সমবেত আয়োজন;
বাড়াও হাত,রইলো মানবিক আবেদন।