কবিতা:-মানবিক যদি হও
✍️ মনোজ ভৌমিক


জীবনের অঙ্ক আজ বড় বেশি কষছি,
নিজেদের ভালোটাও বেশি করেই বুঝছি।
দেখিনাতো সমাজটা ভালো করে আজকাল,
স্বার্থের সময় এটা নাম এর কলিকাল।


রাস্তায় দেখি কত অপঙ্গ মানুষজন,
'প্রতিবন্ধী ' বলে সবে নয় তো আপনজন ।
পেটের তাগিদে করে ভিক্ষা বৃত্তি এখানে,
তবুও তো পায় না আদর নিজ পরিজনে।


বোঝা হয়ে থাকে সদা এই সমাজের বুকে,
মনুষ্য জন্ম ওদের আজ বলো কোন সুখে?
সমাজের কীট নয় ওরা তো মানুষ ভাই,
অবহেলা নয় তাই সমাদর একটু চাই।


সরকারী খাতে আছে কত কিছু বরাদ্দ,
সঠিক মনন চাই ভাবনা জাগুক সদ্য।
মানুষ তুমিই হবে মানবিক যদি হও,
ওদের ভাবনা নিয়ে যদি তুমি আগে রও।