কবিতাঃ- মানবিকতা খাঁচায় বন্দী
✍️ মনোজ ভৌমিক


হঠাৎ করে হিমেল হাওয়া
জড়িয়ে ধরে দেখি আমায়!
সর্দি কাশি একটু হলেই
প্রশ্ন জাগে মনের কণায়!!


হারিয়ে গেছে কত আপন
সেদিনের সেই মারণ রোগে!
ভাবতে গেলে শিউরে উঠি
কত না শঙ্কা মনেতে জাগে!!


শুনছি নাকি নতুন কোনো
উঠছে জেগে এক ভাইরাস!
মারবে মানুষ কোটি কোটি
দেখবে সময় বড় পরিহাস !!


প্রশ্ন জাগছে মনের কোণে
সু-সভ্যতা কি একেই বলে?
উষ্ণায়ণের দোহাই দিয়ে
বিশ্বমঞ্চ বাঁচে কথার ছলে।


দায় নেবে না আজকে কেউ
গোপন গভীর দুরভিসন্ধি,
অসভ্যতার শীর্ষে সবাই
মানবিকতা খাঁচায় বন্দী।