কবিতাঃ- মানবতাই মহান
✍️ মনোজ ভৌমিক


ওগো,ধর্ম পাখি,ধর্ম পাখি,
কোথায় তোমার ঘর?
মানুষের মাঝে এসে কেন
মানুষে করলে পরে??


বিভেদ দেখি তোমায় নিয়ে
নানান রকম মত,
কোথায় স্বর্গ! নরক কোথা!!
কে দেখেছে ওই পথ?


তুমি তো পাখি,শান্তির সাথী
মানব অন্তরে বাস,
শান্তিকামী মানুরের মনে
ছড়াও ঈশ্বর সুবাস।


ভাবনা তোমার বিশ্ব মাঝে
চির শান্তির সাধনা,
কিসের কারণে? কোন ভুলে??
চলে মিথ্যে প্ররোচনা?


উড়েছ সেদিন ভূমণ্ডলে
ছিল না তো নাম ধর্ম!
জাতপাত আর শ্রেণী,বর্ণে
পরলে মানুষ বর্ম।


ধর্ম তোমার ডানায় আজ
যুদ্ধ করছে খেলা,
মানবতা বড় অসহায়
ধর্ম ভালের ফলা।


দেশে দেশে আজ শীত যুদ্ধ
তোমার বক্ষে সরব,
তোমার কারণে সংখ্যালঘু
সংখ্যাগুরুর রব।


বলতে পারো ঐ যুদ্ধ স্থলে
কোন ধর্ম আছে বেঁচে?
গোলা বারুদের সংঘাতে
মানবতা জ্বলে আঁচে।


ধর্ম তুমি উড়ে উড়ে খোঁজো
সমতার সে বিধান,
সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ধর্ম
মানবতাই মহান।