কবিতাঃ- মানুষ তুমি বাঁচতে শেখো
✍️ মনোজ ভৌমিক


মানুষ আজ নিজেকে লুকায়
দিন বদলের এই বেলায়!
যেমন করে গিরগিটিরা
রং বদলায় অবলীলায়!!


'' মানুষ তুমি বড়ই মহান!"
বলতে গেলেই হোঁচট খাই!!
মুখোশ পরছি দিন দু’বেলা,
একটু না হয় কোরো যাচাই।


ভালো থাকার নাটক করি,
লুকিয়ে মনে হাজার ব্যথা।
ভাগ করতে গেলে পরেই
অনাপসনাপ নানান কথা।


সবার মনে গভীর ক্ষত,
হয়না পুরণ কারো আশা।
উচ্চাশা আর হতাশা ছুঁয়ে
শরীরে শত রোগের বাসা!


তবুও তোমায় ছুটতে হবে,
দিন বদলের এ নিয়মে।
স্বার্থ সিদ্ধির প্রতিযোগিতায়
খাচ্ছো ওষুধ মুড়ির দামে!


মানুষ তুমি বাঁচতে শেখো
বাঁধাধরা সেই প্রাচ্য দিনে,
শান্তি সুখ অগাধ সেথায়
সন্তুষ্টি ছিল মন গহীনে।