কবিতা:-মানুষ তুমি মহান হও
✍️ মনোজ ভৌমিক

হিংসা তোমার শরীর জুড়ে
দ্বেষ রেখেছো অন্তরে,
মুখোশ পরে রইলে সদা
সাধু সাজার ভান করে।

মানুষ হয়ে লাভ কি বলো
মান হুঁশ যদি নাই পেলে!
মিথ্যে খাতায় ধনদৌলত
সময়টাকে যাও ছলে।

সাত জনমের পরে পেলে
মানুষ নামের এই দেহ,
আজ মরলে কাল দুদিন
কাঁদবে না আর পরে কেহ।

মানুষ তুমি মহান হও
জগত জনের হিত করে,
কীর্তি তোমার অমর রবে
হিত সাধনের পথ ধরে।