কবিতাঃ-মানুষই মানুষ শিকারী
          মনোজ ভৌমিক


একলা বসে ভাবছো বুঝি, কেমন নতুন দিন!
নেই হুল্লোড়,নেই কলরব, জীবন বে-রঙীন!!
সময় কাঁটা ঘুরছে সদা গতিটা যেমন তার,
সুর্য উঠলেই সকাল হয় ডুবলে ঘোর আঁধার।


আকাশ নীলে উড়ছে পাখি  নেই তার সংশয়!
মানুষই কেবল গৃহবন্দী মনেতে মৃত্যু ভয়।
বনের পশু মারছে উঁকি,মানুষেরা গেল কোথা!
বিস্ময় চোখে ঘুরছে ওরা মনে গভীর ব্যথা।


সময় যেন বদলে গেছে দিন বদলের খেলা,
মানুষই মানুষ শিকারী...বিষাণুতে কালবেলা!
ক্যালেন্ডারটা আর ঘেটোনা দিনক্ষণ বদল কই!
সকাল-বিকেল-সন্ধ্যা-রাত্রি একই রকম সই।


কালের হিসেবে সময় বিকোয় অর্থহীন দামে,
শৈশবটা পাই ফিরে...হাত লুডোর গুটিতে থামে।
ছক্কা পুট দুই তিন চার পাঁচের লড়াই বড্ড বেশি,
সামলে যদি না খেলো আজ গলায় মরণ ফাঁসি।


সময় বুঝে চলতে হবে নিজেরেই রাখো বন্দী,
দূরত্ব বিধির বিধান মেনে করতে হবে সন্ধি।