কবিতা :- মধ্যবিত্তের উপকথা
          মনোজ ভৌমিক


সময়ের সব গল্পগুলো সময়ই ভালো বোঝে,
কিছু গল্পে ফাঁক থেকে যায় সময় খারাপ বুঝে।
সময়ের আর দোষ কি বলো,সময় চলতে থাকে,
গল্পগুলোই হারিয়ে যায় আবলুশি ফাঁক দেখে।


ঐ দেখো কোন গল্প ছোটে ইমারতে ফুটপাতে!
মধ্যবর্তী গল্পগুলো সদা জেগে থাকে মাঝরাতে।
দিন ফুরানো হিসেবে নিকেশ গল্পেতে মশগুল,
সাত সকালে উঠেই দেখে চোখেতে সরষে ফুল।


ছককষা সব হিসাব নিকাশ ছন্দ হারানো কথা,
এমনি করেই এগিয়ে চলে মধ্যবিত্তের ইতিকথা।
গল্প ওদের ফুরোয় না বন্ধু, নিত্য নতুন সাজে,
হাসি গুলো সব ঢেউ খেলে যায়, দুঃখ হৃদয় মাঝে।


জটিল কুটিল ভাবনা চিন্তা জট পাকানো মন,
ঊর্ধ্বপানে তাকায় যখন পা টানে নীচের জন।
ভালোবাসার অঙ্ককে সবাই লুকায় অন্তরালে,
অসময়ের ভাবনা মনে গা ভাসায় ঘোলা জলে।


আগুনজ্বলা মনটা সদাই অতৃপ্তিতেই ভরা,
সাঁঝবেলাতে হিসেব কষে ভাগফল মনগড়া।