কবিতাঃ- মনবসন্ত সদাই রঙিন
✍️ মনোজ ভৌমিক


দুষ্টু পলাশ বলছে হেসে
কেমন আছিস তুই?
এ বসন্তেও কি ইচ্ছে করে
কৃষ্ণচূড়া মন ছুঁই??


ফাগুন হাওয়া বুকে নিয়ে
খুঁজছিস তুই কাকে?
হলুদ বরণ রাধাচূড়া
আর কি তোকে ডাকে??


ও পলাশ তুই এমনি করে
বলিস কেন রে কথা?
বসন্ত দিনে এই মনেতে  
দিস কেন রে ব্যথা??


বয়স না হয় ষাটের ঘরে
চুল পাকলে কি বুড়ো?
কলপ যখন লাগে চুলে
লাগে না তো আর খুড়ো!


হাঁটুর ব্যথা হয়েছে শুরু
চলতে একটু কষ্ট,
চামড়ায় নেই তেমন ভাঁজ
চেহারাটা হৃষ্টপুষ্ট।


কটাক্ষ কেন করিস পলাশ?
রং কি শুধু তোরই??
এই মনটা দেখনা ছুঁয়ে
বসন্ত সদা বাহারি।


রঙিন হয়েছে কৃষ্ণচূড়া
রাধার স্মৃতি বুকে,
রক্তকরবী উঠছে নেচে
তুই-ই থাকবি  দুখে।


মনের বয়স হয় কি পলাশ!
শরীর জুড়ে ও থাকে,
এ বসন্ত  ফুরিয়ে গেলেই
বোঝাবো আমি তোকে।


এ সময়টাকে সাথে নিয়ে
তানা দিস না আর,
মনবসন্ত সদাই রঙিন
বয়স খোঁজা বেকার।