কবিতাঃ- মনচলি তুই
✍️ মনোজ ভৌমিক


হঠাৎ এসে ডুবিয়ে গেলি
শুকনো মনের গলি!
এমন প্রেমের দরকার কি
বল না'রে মনচলি?


মনের গলি ডুবলে পরে
আসে তা থৈ তা থৈ বন্যা,
অধরে তোর রাক্ষুসে হাসি
ভাবিস নিজে অনন্যা!


বৃষ্টি নামের সৃষ্টি কোথায়!
জানিস কি তুই ওরে?
একবার তুই দেখ তাকিয়ে
আমার মন সাগরে।


অথৈ জলে ডুবেও এ মন
খায় না রে হাবুডুবু!
তুই আসিস এক লহমার
তাতেই হোস বে-কাবু!!


আসল কথা মনচলি তুই
আজ বড় অস্থির,
এ সময়ে ভুলেছিস তুই
পুরাতন তসবীর!